নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এই মূহুর্তে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দল ও প্রার্থী যেন কোনরূপ বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সে রকম পরিবেশ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, গত তিন তিনটি নির্বাচনে দেশের ভোটার জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। স্বাভাবিক কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে।আজকের ঘোষিত রোডম্যাপের মধ্য দিয়ে এই আগ্রহ পুরণের পথ আরো সুগম হল।

এ জাতীয় আরো সংবাদ

ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না: নূর

নূর নিউজ

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে’

আনসারুল হক

কাদিয়ানীদের সহযোগী সকল কোম্পানির পণ্য বর্জন ও বয়কটের ঘোষণা

নূর নিউজ