নূর নিউজ২৪ এর যাত্রা শুরু

আল্লাহর রহমত ও পাঠকের দুআ ও ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করেছে নূর নিউজ ২৪ ডটকম। ঈমান, দেশপ্রেম ঠিক রেখে স্বগৌরবে, স্বমহিমায় বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনই আমাদের কর্তব্য। যত বাধাঁই আসুক, আমরা আমাদের নীতিতে অটল থাকবো ইনশাল্লাহ।
চলমান মহামারি করোনাতেও পৃথিবী জুড়ে চলছে স্বার্থ আর দ্বন্দের ভয়াবহ যুদ্ধ। নিত্যদিন হতাহত হচ্ছে অসংখ্য মানুষ। বাস্তহারা উদ্ভাস্ত হয়ে অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রায় যোগ হচ্ছে নতুন নতুন আরো সমস্যা। তবুও মানুষ স্বপ্নের জাল বুনে এগিয়ে চলেছে।

আমরা জানি, প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে একটি স্বপ্ন। সেই স্বপ্নের উপর ভর করে কঠোর পরিশ্রম ও সাধনার সিড়ি বেয়ে মানুষ পৌছতে চায় গন্তব্যে। এক্ষেত্রে কেউ সফল আবার কেউ বিফল। একটি স্বপ্নের সজীবপ্রাণ হয়ে ওঠা কিংবা অপমৃত্যু কিন্তু এভাবেই ঘটে।

আমরা হারিয়ে যেতে চাই না।  অনেক দূর এগিয়ে যেতে চাই। তবে একা নয়, পাঠকদের সঙ্গে নিয়ে। পাঠকের ভালোবাসা ও দুআই আমাদের চলার পথে নিয়ামক শক্তি। সবাই ভালো থাকুন। এই প্রত্যাশা নূর নিউজ টুয়েন্টি ফোর ডটকম পরিবারের। আল্লাহ হাফেজ।-সম্পাদক

এ জাতীয় আরো সংবাদ

ছাত্র খেলাফতের উদ্যোগে ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আনসারুল হক

আসিফকে চাকরিচ্যুতি, যে কারণ জানাল ব্র্যাক ইউনিভার্সিটি

নূর নিউজ

সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী

নূর নিউজ