নেতানিয়াহু ‘বিশ্বাসভঙ্গ’ করছেন: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির ঘোষণার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েল ইরানে হামলা চালালে এই প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল জানিয়েছেন,

“যদিও ট্রাম্প উভয় পক্ষ—ইরান ও ইসরায়েলের—উপরই ক্ষুব্ধ ছিলেন, তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকেই বেশি ছিল, তা পরিষ্কার বোঝা গেছে।”

লাভেল বলেন, ‘ট্রাম্প সম্ভবত মনে করছেন, নেতানিয়াহু বিশ্বাসভঙ্গ করেছেন। কারণ যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি দেওয়ার পরপরই ইসরায়েল এমন একটি বড় হামলা চালিয়েছে।’

ট্রাম্প ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘চুক্তি ঘোষণার এক ঘণ্টা পরই ইসরায়েল বিশাল বোমাবর্ষণ শুরু করে। এটা ছিল অপ্রত্যাশিত ও গুরুতর।’

সূত্র জানায়, যুদ্ধবিরতির শর্ত চূড়ান্ত করতে ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের সম্মতি নিশ্চিত করতে তিনি কাতারের সহযোগিতাও গ্রহণ করেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন চাপের মুখে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্পকে মধ্যস্থতাকারী হিসেবে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ইসরায়েলের আগ্রাসী ভূমিকায় যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে জমজম ট্রাভেল ইউএস-এর হজ্ব ওরিয়েন্টেশন সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

আনসারুল হক

সহিংসতার আশঙ্কায় সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের সব রাজ্য

আনসারুল হক

কানাডায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন নি’হত

নূর নিউজ