নেপালে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আর্ন্তজাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। আজ বুধবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আজ ভোর ৫টা ৪২ মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪’। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়নি। হতাহতেরও কোনো খবর মেলেনি।

প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার তরফে জানানো হয়েছে, কম্পন অনুভূত হয়েছে ভারতেও। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কম্পন ধরা পড়েছে। তবে তা খুব একটা অনুভব করতে পারেননি স্থানীয়রা।

এ জাতীয় আরো সংবাদ

হজ সফল হওয়ায় ওমরার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি

আনসারুল হক

দেশে দেশে ঈদ উদযাপন (ছবিঘর)

নূর নিউজ

ইউক্রেনের ‘স্বাধীন’ ২ অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা দেবেন বাইডেন!

নূর নিউজ