নোয়াখালীতে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজউদ্দিনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মো. সেলিমের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, সোমবার (৬ ডিসেম্বর) ভোরে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাফেজ মো. সেলিম সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের মো. সরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ইমাম মো. সেলিম ফজরের নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে মসজিদ কমিটি খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরো সংবাদ

কবরের পাশে ৯৭ বছর ধরে চলছে কোরআন তিলাওয়াত

আনসারুল হক

আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

আনসারুল হক

পাঁচ দিনের মধ্যে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা

নূর নিউজ