পথ হারিয়েছে আমেরিকা, বললেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের খবরে বলা হয়, নেভাদায় এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

বাইডেন প্রশাসন আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় তিনি বর্তমান প্রেসিডেন্টকে অযোগ্য বলেও কটাক্ষ করেন।

এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগও তুলেছিলেন। সূত্র: তাস

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান মার্কিন কংগ্রেসম্যান বব গুডের

নূর নিউজ

মার্কিন ডলার এত শক্তিশালী কেন ?

নূর নিউজ

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’

নূর নিউজ