পাকিস্তানের জনগণ ও সরকারের অধিকাংশ অংশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: মুত্তাকি

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে স্পষ্ট ও দৃঢ় অবস্থান জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, আফগানিস্তান এখনো সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং পাকিস্তানের জনগণ ও সরকারের অধিকাংশ অংশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

রবিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুত্তাকি বলেন, “আমরা এখনো সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। পাকিস্তানের জনগণ এবং সরকারের অধিকাংশ অংশের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সরকারের ভেতরে একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমরা এখনো বিশ্বাস করি, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, সংলাপের মাধ্যমে সমাধান হলে তা শুধু পাকিস্তানের নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনবে।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় খাবারের অভাবে ইফতার করতে পারেননি প্রায় ২ হাজার চিকিৎসাকর্মী

নূর নিউজ

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট

নূর নিউজ

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

নূর নিউজ