ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
পাকিস্তানের নিরাপত্তা গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানের পক্ষ থেকে প্রচার ও হুমকি উভয় দেশের জন্য ক্ষতিকর। তিনি পাকিস্তানের আলেমদের আহ্বান জানান—আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য।
তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তান পাকিস্তানে অস্থিরতা চায় না এবং কাউকে কখনও অনুমতি দেবে না, যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালানো হয়।
গত চার বছরে আস্থা গড়ে তোলার চেষ্টা করা হলেও পাকিস্তানের দ্বিমুখী নীতির কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আরিয়ানা নিউজ