আফগানিস্তানের একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মতো কান্দাহারের বিখ্যাত ডালিম (আনার) রাশিয়ায় রপ্তানি শুরু করেছে হেরাত প্রদেশের তোরঘুন্দি সীমান্তপথ দিয়ে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক রুট বন্ধ হয়ে যাওয়ার পর এটি আফগান বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
আজ রোববার (২৬ অক্টোবর) এ খবর দিয়েছে আরিয়ানা নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের তথ্য অনুযায়ী, তুর্কমেনিস্তান হয়ে পাঠানো এই প্রথম চালানে রয়েছে ২২ টন ডালিম, যার বাজারমূল্য প্রায় ২৪ হাজার মার্কিন ডলার। চেম্বার জানায়, আফগান কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য বাণিজ্যপথ বৈচিত্র্যকরণে উদ্যোগ নেওয়া হয়েছে।
কান্দাহার চেম্বারের প্রধান আব্দুল আহাদ সিদ্দিকি বলেন,
“এখন পর্যন্ত পাকিস্তানের সব বাণিজ্য রুট বন্ধ রয়েছে। এতে আফগান ফল ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। শত শত ট্রাকে ডালিম, আঙুর ও টমেটো বোঝাই অবস্থায় আটকে আছে, যার অধিকাংশই পচে গেছে। আমরা দুই সরকারের প্রতি আহ্বান জানাই— দ্রুত বাণিজ্যপথগুলো পুনরায় খুলে দিতে।”
রপ্তানিকারক প্রতিষ্ঠান কান্দা ফ্রুট জানিয়েছে, এই চালানটি রাশিয়ায় তাদের বৃহত্তর রপ্তানি পরিকল্পনার সূচনা। প্রতিষ্ঠানের পরিচালক আবু হুরায়রা সাঈদ বলেন, ‘এটি আমাদের প্রথম ট্রাক, যাতে ২২ টন ডালিম রয়েছে। মৌসুম শেষে আমরা মোট ২০০ থেকে ২৫০ টন ডালিম রপ্তানির লক্ষ্য নিয়েছি।’
বণিক ও রপ্তানিকারকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে রুট বন্ধ থাকায় স্বল্পমেয়াদে বড় ক্ষতি হলেও এটি আফগান ব্যবসায়ীদের ইরান, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়ার বিকল্প পথ অনুসন্ধানে উৎসাহিত করেছে।
কান্দাহারের এক ব্যবসায়ী আলী আহমদ বলেন, ‘রাশিয়ায় রপ্তানি আমাদের দেশের জন্য লাভজনক। পাকিস্তানের রুটের বিকল্প দীর্ঘমেয়াদি পথ খুঁজে বের করতে হবে।’
বিশ্বের অন্যতম সেরা মানের ডালিম উৎপাদনকারী কান্দাহার প্রদেশে এবার প্রায় ২ লাখ ৭০ হাজার টন ফল উৎপাদনের আশা করা হচ্ছে। তবে সীমান্তে অচলাবস্থা এবং পর্যাপ্ত কোল্ড স্টোরেজের অভাবে কৃষকরা আশঙ্কা করছেন, দ্রুত বিকল্প রপ্তানির ব্যবস্থা না হলে বিপুল পরিমাণ ফল নষ্ট হয়ে যেতে পারে।
তোরঘুন্দি সীমান্তপথ দিয়ে রপ্তানির এই পদক্ষেপকে আঞ্চলিক বাণিজ্য বৈচিত্র্যকরণের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে আফগান কৃষিপণ্যের জন্য রাশিয়া ও অন্যান্য নতুন বাজারের দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
