প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব জেলায় গণসমাবেশ ও মিছিল এবং রাজধানীর প্রতিটি থানায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এসময় পিআরের পক্ষে জনমত তৈরিতে প্রচার সামগ্রীও বিতরণ করা হবে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে জীবন ও রক্ত উৎসর্গ করেছে, তা কেবল সরকারের পতনের জন্য নয়; বরং দেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশ আবারও সেই পুরনো অবস্থায় ফিরতে চলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তা মেনে নেবে না।”
পীর সাহেব চরমোনাই আরও বলেন, “আমরা নির্বাচন চাই, তবে স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখা কোনো পুরোনো ব্যবস্থার অধীনে নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে আমরা বদ্ধপরিকর। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন কর্মসূচির দিকে অগ্রসর হবো।”
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে তুলুন এবং গণভোটের আয়োজন করুন। যারা গণতন্ত্রের কথা বলেন, তাদের উচিত জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।”
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলমসহ কেন্দ্রীয় নেতারা।