প্রিজন সেলে চিকিৎসায় অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদান স্মরণ করে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে আল্লামা সাঈদী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অসুস্থ অবস্থায় তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় এনে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা দেননি। এ সময় তার স্ত্রী ও সন্তানকে সাক্ষাতের অনুমতিও দেয়া হয়নি।

ডা. শফিকুর রহমান জানান, মৃত্যুর পর ঢাকায় জানাজার সুযোগ দেয়া হয়নি। লক্ষ লক্ষ তৌহিদী জনতা জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শতাধিক মানুষকে আহত করে। পরবর্তীতে পিরোজপুরে নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ অশ্রুসিক্ত চোখে তার জন্য দোয়া করেন।

তিনি বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আল্লামা সাঈদী দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন, অসংখ্য বক্তৃতা ও গ্রন্থ রচনা করেছেন, যা আজও মানুষের মাঝে ইসলামী চেতনা জাগিয়ে তুলছে। জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির দায়িত্ব পালনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইসলামের দাঈ ও মুফাসসির গড়ে উঠছে।

জামায়াত আমির আরও বলেন, “তিনি ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে ব্যয় করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন এবং তার রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখার তাওফিক দিন।”

ডা. শফিকুর রহমান আল্লামা সাঈদীর আজীবন স্বপ্ন—একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও দেশবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

‘দেশে করোনার ভ্যাকসিন আসছে ২৫ জানুয়ারির মধ্যে’

আলাউদ্দিন

পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে কোলকাতা বাংলাদেশ-২ হবে: কট্টরপন্থী বিজেপি নেতা

নূর নিউজ