প্রিয় নবীর ভালোবাসায় ৪০ বছর মদিনায় আগতদের আপ্যায়ন করা শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’ আর নেই

ইন্তেকাল করলেন ৪০ বছর যাবত মদিনায় আগত হাজ্বিদের নিজ হাতে চা,কফি, গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করানোর জন্য পরিচিত মুখ শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এই সিরিয়ান শায়েখের ইন্তেকাল হয়।

মদিনা মুনাওয়ারায় ৯৬ বছর বয়সে তার ইন্তেকাল হয়। তিনি আরবদের কাছে শায়েখ আবুস সিবা’ আস-সুরী নামে প্রসিদ্ধ ছিলেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মসজিদে নববীতে আগত হাজ্বি ও রওজা যিয়ারতকারীদের ৪০ বছর যাবত তিনি চা, কফি, গাওয়া ও খেজুর দিয়ে নিজেই আপ্যায়ন করে আসছিলেন।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায়

আনসারুল হক

হজের মাসে পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যারা

নূর নিউজ

তীব্র তাবদাহ থেকে বাঁচতে বাংকারে আশ্রয় নিচ্ছেন মানুষ

নূর নিউজ