ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল

মো, জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফায়সাল আহমেদ, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর,কাশফুল উলুম নেছারীয়া মাদরাসার মহা পরিচালক মুফতি আবু মোহাম্মাদ আব্দুল্লাহ ইউসুফী, মুফতি আলী হাসান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়নের জোয়ারে নিত্যপণ্য ক্রয়ে মানুষ দিশেহারা

নূর নিউজ

ইসলামী মূল্যবোধ ও শান্তি-সম্প্রীতি রক্ষায় ভূমিকা অব্যাহত রাখতে হবে: আল্লামা আজিজী

আনসারুল হক

কক্সবাজার সৈকত ঘুরতে এসে ৪৭৩ রোহিঙ্গা আটক

নূর নিউজ