ফেনীতে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় নামাজরত অবস্থায় এক ব্যবসায়ী ইন্তিকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর নাম আবুল কালাম মিয়া। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাগনভূঞা বাজারের ফাজিলেরঘাট সড়কের রাবেয়া মার্কেটের মদিনা হার্ডওয়্যারের মালিক আবুল কালাম মিয়া শুক্রবার দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আবুল কালাম পৌরসভার ৯নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামের ফাজিলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পরে রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

জড়িত ব্যক্তি যে ধর্মেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নূর নিউজ

ডিএমপির ২১ পরিদর্শককে বদলি

আনসারুল হক

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

নূর নিউজ