ফেনী‌তে বন্যার্তদের পা‌শে দাঁড়া‌তে হেফাজতের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ

আজ ২৭ আগস্ট, মঙ্গলবার দুপুর দুইটায় ফেনী সদরের কাতালিয়া গ্রামে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। সে সময় কাতালিয়া গ্রামে মাদরাসার আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বর্নাত্যদের পাশে দাঁড়াতে হেফাজতের অস্থায়ী ত্রাণ সহয়তা ক্যাম্প জামিয়া ইসলামিয়ায় আজ হেফাজতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রায় চারশত আলেমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় হেফাজত মহাসচিব উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের এই ক্যাম্প থেকে অত্র অঞ্চলে ২০ ইউনিট একযোগে কাজ করছে। এই ক্যাম্প থেকে আমরা পাঁচটি আশ্রয় কেন্দ্রে নিয়মিত খাবার সরবরাহ করছি। আজ আমরা বৃহত্তর নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

 

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী শামসুল ইসলাম জিলানী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াসুর রহমান হামিদী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সানাউল্লাহ খাঁন, মুফতী মাহমুদুল হাসান প্রমূখ।

এছাড়া ফেনী জেলা কমিটির সহ সভাপতি মাওলানা মোমিনুল হক জাদীদ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক মুফতী ইমরান, প্রচার সম্পাদক মুহাম্মাদ ওসমান গণী, সহকারী অর্থ সম্পাদক আব্দুল হান্নান সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী মামুন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী মনছুর, দপ্তর সম্পাদক মাওলানা মোহিব্বুল্লাহ, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

পুলিশ হত্যায় কার ইন্ধন, আমীর খসরুর কাছে জানতে চাইবে ডিবি

নূর নিউজ

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আনসারুল হক

ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

নূর নিউজ