বরিশালেও মুরাদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাকন।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে ডাক্তার মুরাদ হাসান ও ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

ভয় পায় বলে বিএনপি নির্বাচনে আসে না

নূর নিউজ

পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাশত করা হবে না

নূর নিউজ

জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি ১০ আগস্ট

নূর নিউজ