বাংলাদেশের মিডিয়া মুক্ত ও সোচ্চার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের মিডিয়াকে প্রাণবন্ত, মুক্ত, বর্ণময় এবং অত্যন্ত সোচ্চার বলে অভিহিত করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (০১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সংস্কারকৃত মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দু’দেশের মধ্যে অংশীদারিত্ব এগিয়ে চলেছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই গুরুত্বপূর্ণ মাসে প্রেস ক্লাবের এ আয়োজনে থাকতে পেরে তিনি আনন্দিত।

ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সংগ্রামের গল্পকে সম্মান করে উল্লেখ কর তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব এমন একটি জায়গা যা বাংলাদেশের চেতনাকে প্রতিফলিত করে।

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক সবদিক দিয়ে প্রসারিত হচ্ছে। প্রতিবেশী দুই দেশের গণমাধ্যমের মধ্যে আরও সহযোগিতার ওপরও জোর দেওয়া হয়েছে। এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়নে ভারতীয় হাইকমিশনের অবদানের কথা স্মরণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮, জরিমানা প্রায় ১৩ লাখ

আনসারুল হক

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ

নূর নিউজ

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান

আনসারুল হক