বাগেরহাটে আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যাগে ঈদ উপলখ্যে ফুড-প্যাকেজ বিতরণ

আজ (১লা) মে রবিবার সকাল ১০টায় আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে বাগেরহাটের শরণখোলা উপকুলীয় এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পরিবারে সেমাই, পোলাও চাল, দুধ, সয়াবিন তৈল,পিয়াজ, মুরগীহ নিত্য প্রয়োজনীয় আইটেম সম্বলিত আন-নূর ঈদুল ফিতর ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বিতরণ কাজে অংশ নেন আন-নূর হেল্পিং হ্যান্ড বাগেরহাট জেলা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান শাহেদী, বিশিষ্ট সমাজকর্মী রাসেল আহমেদ, হাফেজ মানসুরুল ইসলাম,নহেমায়েত পহলান, ছগির হাওলাদার, মোস্তফা,মাসুদসহ একটি স্বেচ্ছাসেবি টিম।

এ জাতীয় আরো সংবাদ

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

আনসারুল হক

পাঁচ দিনের মধ্যে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা

নূর নিউজ

জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

আনসারুল হক