বাতিলের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে: আল্লামা ইউসুফ সাদিক হক্কানী

নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলা উলামা পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত। আল্লামা ইউসুফ সাদিক হক্কানী সভাপতি এবং মাওলানা আলী আজম সেক্রেটারী পূননির্বাচিত।

আজ ৫ জুলাই”২২ সোমবার সকাল ৯টায় সাভার আনন্দপুর মাদরাসায মিলনায়তনে সাভার উপজেলা উলামা পরিষদের ২য় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়৷এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানি। কাউন্সিলে পুনরায় আল্লামা ইউসুফ সাদিক হক্কানি সভাপতি ও মাওলানা আলী আজম সেক্রেটারি নির্বাচিত হোন।

সভাপতির বক্তব্যে আল্লামা ইউসুফ সাদিক হক্কানী বলেন, বাতিল শক্তি সর্বদিক থেকে ইসলামকে আক্রমন করছে৷বর্তমানে চারিদিক থেকে নাস্তিক, মুরতাদ, হিযবুত তাওহিদ ও কাদিয়ানীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে৷ তাই ওলামায়ে কেরামকে সচেতন হতে হবে৷ ঐক্যবদ্ধ হতে হবে৷ বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। সাভার উপজেলা উলামা পরিষদের নেতা-কর্মী সকলের সাথে পরামর্শ করে আগামী দিনের কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব; আগামী সংসদ অধিবেশনে রাসুল সাঃ এর কটুক্তিকারী নাস্তিক মুরতাদের ব্যপারে সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড বিধান কার্যকর করুন এবং কাদীয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে এদেশের মুসলমানদের ঈমান হেফাজত করুন।

এ সময় মুফতি রফিকুল ইসলাম সরদার ও মুফতি মাহফুজ হায়দার কাসেমী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা হেলালুদ্দীন, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা কিফায়েতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদ আহমদ লাকসামী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আলী আজম, মাওলানা হেলালুদ্দীন আফতাবী সহ ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ৷

পরিশেষে দোয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশন শেষ হয়৷

এ জাতীয় আরো সংবাদ

মু’মিন নারীর সাতটি গুণ

নূর নিউজ

পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনসারুল হক

বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক