বাদশাহ সালমানের সঙ্গে যে কথা হলো মার্কিন প্রেসিডেন্টের

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়েছে।

দুই নেতা এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন। বেসামরিকদের ওপর হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও এজেন্ডায় ছিল।

রিয়াদের ভূখণ্ড, নাগরিক ও সম্পদ রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সহায়তার প্রশংসা করেন সালমান। ইরানকে পরামাণু শক্তিধর হওয়া থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে তাতে সমর্থন জানান সৌদি বাদশাহ।

ইরান ঘোষিত ১৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়টিও দুই নেতার আলোচনায় আসে।

সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে দুই দেশ পারস্পরিক নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে একমত হয়।

এ জাতীয় আরো সংবাদ

ওয়াকফ আইন নিয়ে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের বৈঠকে ৫ প্রস্তাবনা

আনসারুল হক

ধর্মীয় সম্প্রীতি বাড়াতে অস্ট্রেলিয়ায় উন্মুক্ত মসজিদ দিবসের আয়োজন

আলাউদ্দিন

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নির্দেশ হাউস স্পিকারের

নূর নিউজ