বাবার বুকে জড়িয়েই মারা গেল বুলবুলি

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুড়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বুলবুলি আক্তার (৭) বাবার বুকে জড়িয়ে ধরা অবস্থায়ই মারা যায়।

জানা যায়, মাইক্রোবাসটি রাস্তার পাশের পানিতে ডুবে গেলে নিজ সন্তানকে বুকে জড়িয়ে রক্ষার শেষ চেষ্টা করে বাবা শাহজাহান। মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি তিনি। নিজের শেষ শক্তি দিয়ে কন্যাকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। শেষ পর্যন্ত বাবার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়েটি। পানিতে ডুবে মারা যান ওই শিশুর মা। তবে বাবা বেঁচে যান।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যখন তাদের পানি থেকে উদ্ধার করে তখনও মৃত মেয়েটি বাবার বুক জড়িয়ে ছিল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকের চোঁখে পানি চলে আসে।

জানা যায়, তাদের বাড়ি ভালুকা উপজেলার বাকশীবাড়ি বিরুনিয়ার গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, এক আত্মী‌য়ের মৃত‌্যু সংবাদ পে‌য়ে দেখতে যাওয়ার প‌থে আজ মঙ্গলবার সকালে ফুলপুর উপজেলার বাশাটী (পশ্চিম পাড়া) নামকস্থানে মাই‌ক্রোবাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে আটজন নিহত হন। এ ছাড়া ছয়জনকে জী‌বিত উদ্ধার হয়।

নিহত আটজনের মধ্যে ভালুকা উপজেলার বাকশীবাড়ি বিরুনিয়ার গ্রামে শাহজাহানের স্ত্রী বেগম ও মেয়ে বুলবুলি আক্তার (৭) রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আব্দুস সালাম চাটগামীর জানাজা রাত ১১ টায়

নূর নিউজ

পুলিশকে ৫০০ কোটি, দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চান মুসা বিন শমশের

নূর নিউজ

চরমোনাইগামী ট্রলারডুবে তিন জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

নূর নিউজ