বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাকিস্তানে নিহত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সুড়ঙ্গপথে একটি যাত্রীবাহী বাসের সাথে দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।

প্রচার হওয়া টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

গত রোববার বেলুচিস্তান প্রদেশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে পড়ে যায়। এ সময় বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়। দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা সচরাচর ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

আল জাজিরার কাছে ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করলো এক শিশু

নূর নিউজ

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা ৫৫৮ দর্শক ইসলামের ছায়াতলে

নূর নিউজ

আফগানিস্তানে ৬০০ মাদকসেবীকে চিকিৎসার পাশাপাশি শেখানো হলো কাজ

আনসারুল হক