বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে।

তিনি রোববার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।

ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি।

‘বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। ‘

এ জাতীয় আরো সংবাদ

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বাক্স হবে : ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

নূর নিউজ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

আনসারুল হক