বিচারবহির্ভূত হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনেছেন। তারা বলেছেন, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে, তা আসলে “বিচারবহির্ভূত হত্যা”।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, “হত্যা অনুমোদিত নয়”, আর আন্তর্জাতিক আইনের বাইরে এ ধরনের সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্রের অবৈধ হামলায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও আইন লঙ্ঘন।

জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনজন স্বাধীন বিশেষজ্ঞ বলেন, ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি রাষ্ট্রের উচিত জীবনের অধিকারকে সম্মান করা। এর মধ্যে উন্মুক্ত সমুদ্র কিংবা বিদেশি ভূখণ্ডে পরিচালিত কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন কোনো সরকারকে সহজে কিংবা নির্বিচারে কথিত মাদক পাচারকারীদের হত্যা করার অনুমতি দেয় না।’

তাদের এই নিন্দা আসে এর অল্প সময় পরই যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন যে, মঙ্গলবার তার বাহিনী একটি সামরিক হামলা চালিয়েছে, যাতে তিনজন নিহত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ হত্যা, হাজারো মানুষের বিক্ষোভ

নূর নিউজ

নিউইয়র্কে ফের ‘ভুল ব্যালটে’ বাংলাদেশ সোসাইটির নির্বাচন

নূর নিউজ

বাইডেনকে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসম্যানদের চিঠি, খতিয়ে দেখছে মন্ত্রনালয়

নূর নিউজ