বিজয় অর্জন করায় আজারবাইজানের প্রেসিডেন্টকে পুরস্কৃত করবে তুরস্ক

নূর নিউজ: নাগর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন করায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ‘বিশ্ব পুনরুত্থান’ পুরস্কার দিয়ে সম্মানিত করবে তুরস্ক। রোববার (০৩ জানুয়ারি) একটি তুর্কি ফাউন্ডেশন থেকে এ পুরস্কারটি ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে তুর্কি বিশ্ব লেখক ও শিল্পী ফাউন্ডেশনের (তুরস্কএসভি) প্রধান ইয়াহিয়া আকেনগিন বলেন, তুরস্কের ‘বিশ্ব পুনরুত্থান আন্দোলন পুরস্কার’ ১৯৯৯ সালের ১৯ মে প্রচলন শুরু হয়। আনাতোলিয়ান মালভূমি থেকে শুরু হওয়া এ সম্মাননা মধ্য এশীয় স্টেপস এবং ককেশাস উপত্যকায় অব্যাহত রয়েছে। এবার আমরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ‘বিশ্ব পুনরুত্থান’ পুরস্কার দিয়ে সম্মানিত করবো।

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠান আয়োজন করার মধ্য দিয়ে আলিয়েভকে পুরস্কারটি প্রদান করা হবে বলেও জানান তুরস্কএসভি প্রধান।

সূত্র : ডেইলি সাবাহ

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গা সমস্যা জিইয়ে রেখে সরকার আন্তর্জাতিক সুবিধা নিতে চায়

নূর নিউজ

টেক্সাসের গর্ভপাত আইন বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করলেন বাইডেন

নূর নিউজ

শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

আনসারুল হক