বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার ছাত্র-শিক্ষকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসুস্থ ব্যক্তির মান্নত করা গরু জবাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে খান মঞ্জিলের পঞ্চম তলায় ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) মান্নতের গরু মাদরাসায় দান করেন। ওই গরুটি ছয়তলায় নিয়ে জবাই করা হয়। পরে মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, সংবাদ পেয়ে বাবা-মাসহ নিকট আত্মীয়-স্বজন এসে তার লাশ শ্রীনগরের সুন্দারদিয়া গ্রামে নিজবাড়িতে নিয়ে যায়।

সিরাজদিখান থানার ওসি মো.আবু বকর ছিদ্দিক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পৃথক ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো. সানাউল্লাহ (২৭) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড় বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ সানাউল্লাহ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড় বিল এলাকার পশ্চিম আন্দারমানিক গ্রামের মাওলানা নুর ইসলামের ছেলে। তিনি শাহনগর ইসলামিয়া মাদরাসার শিক্ষক।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসল শেষে ভেজা শরীরে পাম্পের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো সংবাদ

কিশোরগঞ্জে বোনের বিয়ের খরচ যোগাতে নাপিত ও মুচির কাজ করছে দুই শিশু

আনসারুল হক

মৌলিক সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে : খেলাফত মজলিস

আনসারুল হক

১৯ জুলাইকে মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতির দাবি

আনসারুল হক