বিশ্বজুড়ে বাড়ছে ইসলামবিদ্বেষ; আওয়াজ তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সাথে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বানও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) ইসলামোফোবিয়া বিরোধী দিবস উপলক্ষ্যে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেওয়া এক ভিডিও বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছরের এই দিনে দিবসটি পালিত হয়।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিমবিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এসময় সকলকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি অবশ্যই রোধ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ঝরছে মুসলিমদের রক্ত, এ কারণে পশ্চিমারা… : এরদোয়ান

নূর নিউজ

সৌদির জেদ্দায় চলছে আন্তর্জাতিক বইমেলা

নূর নিউজ

ওমরাহ করতে সৌদির মক্কায় শাহরুখ খান

নূর নিউজ