ব্রাজিলে গুদাম ধসে নিহত ৯

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গুদাম ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ।

মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে অবস্থিত একটি গুদামের কিছু অংশ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

গুদাম ধসের এ ঘটনার সময় ব্রাজিলের দুই কংগ্রেস প্রার্থী সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের কংগ্রেসের প্রার্থী জোন্স ডনিজেট এবং এলি সান্তোস ব্রাজিলিয়ান কনটেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শন করছিলেন। এরই একপর্যায়ে গুদামের ভেতরে কংক্রিটের কাঠামোর একটি অংশ তাদের এবং কোম্পানির কর্মচারীদের ওপর ধসে পড়ে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডনিজেট বলেন, গুদাম ধসের পর তাকে এবং সান্তোসকে উদ্ধার করা হয়। তবে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, ধসের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের দমকল বিভাগ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ২৮ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে বেসরকারি খাতে কর্মঘন্টা কমানোর উদ্যোগ আরব আমিরাতের

নূর নিউজ

গরুর মাংস থেকে ‘হালাল’ শব্দ বাদ দিলো ভারত

আলাউদ্দিন

কাতারে আরো তিন শ মসজিদ খুলছে

আনসারুল হক