ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে ব্যাপক গণসংযোগ করছেন মাওলানা জুনায়েদ আল হাবিব

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব পথসভা ও গণসংযোগ বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, আশুগঞ্জ বাজার, উচালিয়াপাড়া বাজার,অরুয়াইল,পাক শিমুল, চুন্টা , কালিগচ্ছ বাজার ও শাহবাজপুরসহ বিভিন্ন স্পটে মাওলানা জুনায়েদ আল হাবিব সহ দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তাঁর সফর সঙ্গী হিসেবে আছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম লাল বাদশা প্রমুখ।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসন আলেম-উলামা বান্ধব আসন। এই আসনে জাতীয় নির্বাচন করেছেন জগত বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহ. ও মুজাহিদে আজম মুফতি ফজলুল হক আমিনী রহ.মত ইসলামের মহান সাধক ও জনবান্ধব মহামনেষী।

তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান দেশ ও সাধারণ মানুষের কথা সংসদে বলতে চান এবং তাঁদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান বলে ভোটার ও এলাকাবাসীর সামনে প্রতিশ্রুতি দেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ঈদের ছুটির পর সরকারী অফিস সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত : মন্ত্রিপরিষদ সচিব

নূর নিউজ

তজুমদ্দিনে মায়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু, মৃত অবস্থায় উদ্ধার

আনসারুল হক

চ্যালেঞ্জিং সময়ে বিএনপি রাজনীতির নামে বিষোদগার চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

নূর নিউজ