ভারত আমাদের জবাব কোনোদিন ভুলবে না : শাহবাজ শরিফ

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার জবাব দিল্লি চিরদিন মনে রাখবে বলে মন্তব্য করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত সব সময় মনে রাখবে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শাহবাজ শরিফ বলেন, পাহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক খেলা খেলেছে। তিনি বলেন, পাকিস্তান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে জবাব দিয়েছে, আর পাল্টা হামলায় পাকিস্তান বিমানবাহিনী ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করে।

পাকিস্তান প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেনাপ্রধান জেনারেল ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে।

পানি পাকিস্তানের জন্য জীবনরেখা উল্লেখ করে তিনি সতর্ক করেন, সিন্ধুর পানি চুক্তি ভঙ্গ করা হলে সেটি যুদ্ধ ঘোষণার শামিল হবে।

শাহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকটময় সময়ে হস্তক্ষেপ করে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। একই সঙ্গে মিত্র দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

দক্ষিণ কোরিয়ায় একসঙ্গে ইসলামের ছায়াতলে ১৭ তরুণ-তরুণী

আনসারুল হক

দিল্লির আদালতে গোলাগুলি, গ্যাংস্টারসহ নিহত ৪ (ভিডিও)

নূর নিউজ

বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি ‘মোতায়েন’ ভারতের

নূর নিউজ