ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

সোমবার দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু একটি মহল চায় না এই উৎসব সুন্দরভাবে হোক। তাদের ষড়যন্ত্রেই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাহাড়ের ওপর থেকে কিছু সন্ত্রাসী গুলি ছুড়ছে। এসব অস্ত্র অনেক সময় বাইরে থেকে আসে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে সাংবাদিকরা সেই দেশের নাম উচ্চারণ করেছেন। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজা ঘিরে যেন কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট অবরোধ না করে এবং পূজার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়—এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবার সহায়তা দরকার।

এ জাতীয় আরো সংবাদ

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুক্তরাষ্ট্রে পড়ুয়া মেয়েসহ বাবার মৃত্যু

আনসারুল হক

ইমামদের ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ বাড়াতে হবে

নূর নিউজ

ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আনসারুল হক