মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদের দুই ছেলে গ্রেপ্তার

নূর নিউজ: হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার একজনকে বরিশাল থেকে এবং আরেকজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি।

এ জাতীয় আরো সংবাদ

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

নূর নিউজ

২০২৩ সালে কর্মক্ষেত্রে ১৪৩২ শ্রমিকের মৃত্যু

নূর নিউজ

জনপ্রিয়তার কারণে আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেয়া হয়েছিলো: ওবায়দুল কাদের

নূর নিউজ