মহাসমাবেশ সফল করতে বারিধারা মাদরাসায় হেফাজতের প্রস্তুতি সভা

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা।

রোববার (১৩ এপ্রিল) বারিধারা এলাকার জামিয়া মাদানিয়ায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মহাসমাবেশ সফল করতে নানা বিষয়ে আলোচনা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।

প্রস্তুতি সভায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুনির হুসাইন কাসেমীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ এপ্রিল বাস্তবায়ন কমিটির এক সভা বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, দেশের আট বিভাগে সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা সফর করবেন।

এছাড়া সেদিন ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে ১৩ এপ্রিল রোববার সকাল ৭টায় একই স্থানে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বৈঠক অনুষ্ঠিত হলো।

এ জাতীয় আরো সংবাদ

নিহত সাবেক সেনা কর্মকর্তার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

আনসারুল হক

নিউ মার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল গ্রেফতার

আনসারুল হক

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তাওহিদী জনতার বিক্ষোভ

আনসারুল হক