মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে সাক্ষাৎ আফগান পররাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান সরকারের শীর্ষ নেতা মাওলানা আমির খান মুত্তাকী ভারতের জামিয়ত উলামা-ই-হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানি সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভারত সফরের অংশ হিসেবে শনিবার সকালে তিনি উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে পৌঁছান। সেখানে দারুল উলুমের মুহতামিমসহ শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দারুল হাদিস বিভাগে একটি দরস (ধর্মীয় বক্তৃতা) প্রদান করেন।

সাক্ষাৎকালে মাওলানা মুত্তাকী দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের প্রশংসা করে বলেন, “দেওবন্দ শুধু ভারতের নয়, বরং সমগ্র ইসলামী বিশ্বের একটি দিশারী প্রতিষ্ঠান। এখান থেকে যে চিন্তা ও শিক্ষা ছড়িয়ে পড়েছে, তা আফগানিস্তানসহ বহু দেশে ইসলামী চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছে।”

দেওবন্দ প্রশাসনের পক্ষ থেকে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাকে স্মারক ও দোয়ার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

এ সফরকে কেন্দ্র করে দেওবন্দ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আমির খান মুত্তাকীর এ সফর ভারত-আফগান সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, মাওলানা মুত্তাকী বর্তমানে ভারতের সরকারি আমন্ত্রণে নয়াদিল্লি সফরে রয়েছেন। তিনি এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

আকীকার পশু কেনার পর সন্তান মারা গেলে কী করবেন?

নূর নিউজ

বিনা পারিশ্রমিকে মসজিদ পরিষ্কার করেন একদল শিক্ষার্থী

নূর নিউজ

কওমী মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মুফতী সৈয়দ ফয়জুল করীম

নূর নিউজ