মাওলানা রফিকুল ইসলামের বিচার শুরু

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘বক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন।

আগামী ২২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

এর আগে সকালে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় নিজেকে নিরপরাধ দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ৭ এপ্রিল গাজীপুরের গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
গত বছরের ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পর দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা ওই মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

দুস্থদের মাঝে আলনূর সেন্টারের কুরবানীর গোশত বিতরণ

আনসারুল হক

পটিয়া মাদ্রাসায় ছাত্রদের সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা জানিয়েছে আল নূর কালচারাল সেন্টার কাতার

নূর নিউজ

নজরদারির অভাবে ভয়াবহ অনৈতিকতায় জড়িয়ে পড়ছে মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ