মাওলানা শিব্বির আহমাদের ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক প্রকাশ

আজ (২৯ মার্চ) বুধবার ইফতারের আগ মূহুর্তে সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় চিকিৎসারত অবস্থায় মাওলানা শিব্বির আহমাদ (রাহ.) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, মাওলানা শিব্বির আহমাদ (রাহ.) দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ একজন প্রবীণ আলেমেদ্বীন ছিলেন। ইসলামি আন্দোলনের ময়দানে তিনি ছিলেন একজন বীর সিপাহসালার। বাংলাদেশের জন্য তিনি ছিলেন রত্নতুল্য। তাঁর ইন্তিকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। দেশবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ মুখলিছ আলেমে দ্বীনকে। মাওলানা শিব্বির আহমাদ (রাহ.) এর ইন্তিকালে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তায়ালার নিকট তাঁর রূহের শান্তি ও মাগফিরাত কামনা করছি। আল্লাহ মরহুমের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে তাঁকে আপন রহমতের বারিধারায় সিক্ত করুন, আমীন।

এ জাতীয় আরো সংবাদ

কাদিয়ানী ফেৎনার মূলোৎপাটনে দাওয়াহ ভিত্তিক কাজ করার বিকল্প নেই

নূর নিউজ

ঈদের আগে কারাবন্দী আলেমদের মুক্তি দিতে হবে : হেফাজত মহাসচিব

নূর নিউজ

প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয় প্রমাণ করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন

নূর নিউজ