মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু!

বরগুনার পাথরঘাটায় নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আলহাজ্ব আবুল হোসেন (৫৮) নামে এক ইমাম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুকে কিছুটা ব্যথা নিয়েই নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন আলহাজ আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠে দাঁড়াননি, চলে গেছেন না ফেরার দেশে!

শনিবার (২০ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজ পড়ানোর সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে তিনি ইন্তিকাল করেন।

আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার বলেন, আমার ভাই বেশ কয়েকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে ঢাকায় গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন। কিন্তু কোনো লাভ হলো না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার প্রিয় জায়গা মসজিদেই।

‘আজ রোববার সকাল ১০টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার ঈদের নামাজ আদায়

আনসারুল হক

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

আনসারুল হক

দুর্নীতি-মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের নেতৃত্ব দিতে হবে: মুফতি সিরাজী

আনসারুল হক