মাত্র ৯৯ দিনে কুরআনের হাফেজ হলো ৮ বছরের ইয়াছিন আব্দুল্লাহ

মাত্র ৯৯ দিনে পুরো কুরআন মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইগড়ের জামিয়া দাওয়াতুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আবদুল্লাহ।

তুখোড় মেধাবী আট বছর বয়সের এ বিস্ময় বালক চলতি মাসের ৮ তারিখে কুরআনে কারিম মুখস্থ করে শেষ করেছে।

জামিয়া দাওয়াতুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মামূনুর রশীদ জানিয়েছেন, এই মাদরাসার ইতিহাসে ইয়াসিন আবদুল্লাহ সর্বকনিষ্ঠ এবং অতি অল্পসময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থকারী কীর্তিমান শিক্ষার্থী।

তার এই অসাধারণ সাফল্যের পেছনে হিফজ বিভাগের শিক্ষকদের সযত্ন তত্বাবধান বিশেষ ভূমিকা পালন করেছে।

ইয়াসিন আবদুল্লাহর পিতা মো. শাহ আলম একজন নির্মাণ শ্রমিক। মাতা গৃহিণী শাহিনুর বেগম। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দুগাছিয়ায় হলেও জীবিকার টানে তারা ভূঁইগড়ে বসবাস করেন। এক ছেলে ও এক মেয়ের সংসার। ইয়াসিন আবদুল্লাহর বড় বোন সুমাইয়া আক্তার লামিয়াও দাওয়াতুল কুরআন মাদরাসার বালিকা শাখা উম্মে মুআয তালীমুন্নিসার শিক্ষার্থী।

এ জাতীয় আরো সংবাদ

জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দেশব্যাপী গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল

নূর নিউজ

বরিশালে আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ?

নূর নিউজ

রাষ্ট্রদূতকে কুয়েতে জনশক্তি রপ্তানিতে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

নূর নিউজ