মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০, বিপর্যস্ত জনজীবন

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে শুক্রবার পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা।প্রায় এক লাখ ২৪ হাজার মানুষের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ।

জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সব গ্রামে পৌঁছতে আরও ৫ দিন সময় লাগতে পারে। এসব গ্রামের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

এছাড়া বিভিন্ন দেশের উদ্ধারকারী দল স্থানীয় উদ্ধারকারী টিমকে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো দুই সপ্তাহ

আলাউদ্দিন

বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন ট্রাম্প

Sufian Farabee

ইরান গত বছর ৮৩৪ জনের মৃত্যুদ- কার্যকর করেছে:মানবাধিকার সংস্থা

নূর নিউজ