‘মানবিক করিডর তৈরী ও সমুদ্র বন্দর বিদেশিদের দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থী’

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া জাতিসংঘতের অনুরোধে মিয়ানমারের আরাকানের জন্য মানবিক করিডর তৈরি ও চট্টগ্রামের প্রধান সমুদ্র বন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থী। এককভাবে নেওয়া এই সিদ্ধান্তসমূহ অর্ন্তবর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে মুখোমুখি করবে। জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত বিভেদ বৈ দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।

আজ রোববার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের শীর্ষ দুই নেতা এই মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও ভৌগোলিক অখন্ডতা রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। মানবিক করিডর ও সমুদ্র বন্দর লিজের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ থেকে অর্ন্তবর্তী সরকারকে বিরত থাকতে হবে।

তারা আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারীসমাজের প্রকৃত চাহিদা ও জীবনসংগ্রামের সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে সম্পদে নারীর সমান অধিকার ও পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর জন্য অভিশপ্ত জীবনকে আইনি বৈধতা দেয়ার অপচেষ্টা করা হয়েছে। সরকার গঠিত অন্যান্য কমিশনের প্রস্তাবনা নিয়ে তেমন বিতর্ক না থাকলেও এই কমিশন নিয়ে ইতিমধ্যে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, এই কমিশনের গুটিকয়েক মানুষ তাদের ব্যক্তিগত ও সাম্রাজ্যবাদী মতবাদ দেশের সংখ্যাগরিষ্ট মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সকল ধর্ম ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের জনগণ খুশি। এখন দ্রুততম সময়ে ট্রাইবুনালে স্বৈরাচার শেখ হাসিনাসহ জুলাই গণহত্যা ও বিগত ১৭ বছরের গুম, খুনের খলনায়কদের বিচার কাজ সম্পন্ন করার চেষ্টা করতে হবে। একই সঙ্গে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

নিজ প্রচেষ্টায় সড়ক নির্মাণ করে প্রসংশায় ভাসছেন মালয়েশিয়া প্রবাসী কবির হোসেন

নূর নিউজ

স্কুলশিক্ষকদের দিয়ে মাদরাসার খাতা দেখার সুপারিশ বাতিলের দাবি

আলাউদ্দিন

আমেরিকায় গির্জায় গুলি করে যাজক হত্যা

আলাউদ্দিন