মার্কিন বিমানবন্দরগুলোতে গোলযোগ বিশৃঙ্খলা, ২৭২৩ ফ্লাইট বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এনিয়ে বিমানবন্দরগুলোতে মারাত্মক রকমের গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বিমানের ফ্লাইট পরিচালনা বিষয়ক ওয়েবসাইট ফ্লাইট আ্যওয়ার জানিয়েছে, গতকাল (শনিবার) আমেরিকায় ২৭২৩ ফ্লাইট বাতিল করা হয়েছে। সারাবিশ্বে আমেরিকার থেকে ৪৬৯৯টি ফ্লাইট পরিচালনার কথা ছিল। সেখানে ২৭২৩ টি ফ্লাইট বাতিল করা হয়। এটি মোট ফ্লাইটের প্রায় অর্ধেক।

এছাড়া, আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় ৫৯৯৩টি। গতকাল আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথা ছিল ১১,০৪৩টি।

ফ্লাইট আ্যওয়ার ওয়েবসাইট জানিয়েছে, আমেরিকার স্কাইওয়েস্ট নামের একটি এয়ারলাইন্স সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। এই এয়ারলাইন্সের শতকরা ২৩ ভাগ ফ্লাইট বাতিল করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কে ভণ্ড ‘ধর্ম প্রচারকের’ ১০৭৫ বছরের জেল

আলাউদ্দিন

তীব্র গরম উপেক্ষা করে মক্কায় উপস্থিত লাখ লাখ হজযাত্রী

নূর নিউজ

এরদোগানের যে কথায় ‘বিস্মিত’ জেলেনস্কি

নূর নিউজ