মিশরে একদিনে ৯ জনের ফাঁসি

মিসরের একটি পুলিশ স্টেশনে হামলা হয় ২০১৩ সালে। এ হামলায় দায়ের করা মামলার আসামীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার ৯ আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মিসরের নিরাপত্তা কর্মকর্তা ও আইনজীবীদের বরাতে জানা যায়, ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মধ্যে ৯ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এসব আসামিরা মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে কেরদাসা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পরের বছরই স্থানীয় একটি অপরাধ আদালত ১৮৮ আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০১৭ সালে সেই রায় বদলে চূড়ান্ত রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও কয়েক ডজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: আরব নিউজ।

এ জাতীয় আরো সংবাদ

দেশের সকল শিক্ষা কারিকূলামে বাইতুল মোকাদ্দাসকে পাঠ্যসূচীর অন্তর্ভূক্তি দাবী

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত

নূর নিউজ

অভিযোগ করতে এসে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ান এক বৃদ্ধ

নূর নিউজ