মুফতি জুবায়েরের সন্ধান চেয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মুফতী যুবায়ের আহমাদ একজন ইলম-পিপাসূ, নিরীহ ও সজ্জন ব্যক্তি। তিনি মুসলিম-অমুসলিম সবার নিকট অ্যাকাডেমিক পন্থায় ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন। যখন মুসলমানদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে ইসলাম-বিমুখ করার চেষ্টা করা হচ্ছে, তখন বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে তিনি বিপথগামী মুসলিমদের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরে তাদেরকে ঈমানের পথে অবিচল রাখার চেষ্টা করেন। তাঁর কার্যক্রম নিছকই দাওয়াহমূলক। একজন দায়ী’ ইলাল্লাহ হিসেবে তিনি দীনের দাওয়াহর ফরযিয়াত আদায় করছেন।

নিজের ধর্মের প্রচার ও সৌন্দর্য তুলে ধরা আমাদের সংবিধান-স্বীকৃত অধিকার। সংবিধান অনুযায়ী আমাদের দীনের প্রচার ও প্রসারের চেষ্টা করার অধিকার রয়েছে।

সোস্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, মুফতী যুবায়ের আহমাদ নিখোঁজ। এতে আমরা উদ্বিগ্ন। আমরা তাঁর আশু সন্ধান কামনা করছি।

দেখেছেন বিশিষ্ট ধর্মীয় আলোচক শায়খ আহমাদুল্লাহ

এ জাতীয় আরো সংবাদ

যে দেশে রোজা না রাখলে গ্রেফতার করে পুলিশ

নূর নিউজ

ভ্যালেন্টাইন’স ডে, অপসংস্কৃতির এক ভয়াল ছোবল: হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর

নূর নিউজ

ভারতে ইসলাম প্রচারক মাওলানা কলিম সিদ্দিকি গ্রেপ্তার!

নূর নিউজ