মুফতি ফয়জুল করীমকে নিয়ে ভুয়া তথ্য প্রচার, সতর্ক করলো ইসলামী আন্দোলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে জানিয়ে দলটি সতর্কতা জারি করেছে।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভুয়া ফটোকার্ডটি পোস্ট করে বিষয়টি জনসমক্ষে আনা হয়। ফটোকার্ডটিতে ভুলভাবে দাবি করা হয়, “মওদুদিবাদকে হক মেনেই আমরা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছি”—যা মুফতি ফয়জুল করীমের নামে চালানো হয়।

তবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ফেসবুক পোস্টে বলা হয়, “এটি ইসলামপন্থী দলগুলোর মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা। পাশাপাশি এটি জনমনে অস্থিরতা সৃষ্টি এবং বিভ্রান্তি ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র।”

পোস্টে আরও বলা হয়, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ও অপপ্রচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মুফতি ফয়জুল করীমকে জড়িয়ে চালানো এই অপপ্রচার সেই অশুভ মানসিকতারই প্রতিফলন।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিক ও দলীয় কর্মীদের এসব অপকৌশল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

তহবিলে টান: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

নূর নিউজ

সারাদেশের থানায় থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নূর নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ