মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় মুসল্লিদের ঢল

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ মার্চ) বাদ মাগরিব যশোর মনিরামপুর জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে বড়ছেলে মাওলানা সুহাইল আহমদের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় র্ধমপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, জামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি লুৎফুর রহমান ফারুকী, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি ইয়াহ‌ইয়া, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা ইসহাক কামাল প্রমুখ।

জানাযার পূর্বে জামিয়া ইমদাদিয়া মাদানীনগর, মনিরামপুর, যশোরের মুহতামিম হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেবের মেজো ছেলে মাওলানা রশিদ আহমদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পালন‌ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

নূর নিউজ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

আনসারুল হক

রমজানে একসাথে পুরো মাসের বাজার করবেন না

নূর নিউজ