মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী ইন্তিকাল করেছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক ও মুফতীয়ে আযম ফয়যুল্লাহ রহ. এর সুযোগ্য নাতি আল্লামা নোমান ফয়জী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা জাকারিয়া ফয়জী জানান, গতকাল রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয় আল্লামা নোমান ফয়জীকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয় তার। তিনি উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে বর্তমানে ডা. হায়দার আলীর তত্বাবধানে চিকিৎধীন ছিলেন ।

এ জাতীয় আরো সংবাদ

‘খালেদা জিয়ার মেয়াদ স্থগিতের মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে’

নূর নিউজ

চলমান ‘লকডাউন’ ২৩ মে পর্যন্ত বাড়ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনসারুল হক

এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা

নূর নিউজ