মেট্রোরেলে ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর শিক্ষা সফর

শিক্ষা সফরের অংশ হিসেবে মেট্রোরেলে ভ্রমণ করেছেন ১০০ মাদ্রাসা শিক্ষার্থী । যাদের মধ্যে ৮০ জনই কুরআনের হাফেজ।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তরা-উত্তর স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। চলতি পথে, ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তাদের। চোখেমুখে ছিল আনন্দের প্রতিচ্ছবি। তাদের নিয়ে মেট্রোরেল পৌঁছায় মতিঝিল।

সেখান থেকে, আরেকটি মেট্রোতে করে শিক্ষার্থীদের নিয়ে রওনা দেয় উত্তরার উদ্দেশে। সব মিলিয়ে এমন আনন্দঘন মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন ক্ষুদে হাফেজরা।

প্রথমবার মেট্রোতে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরো সংবাদ

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

আনসারুল হক

মাত্র ১১ কোটি টাকা জাকাত কালেকশন করেছে ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

১৬ ডিসেম্বরের মধ্যে স্বীকৃতি বঞ্চিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

নূর নিউজ