যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ধোলাইপাড় রোড আশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মৃত রাকিব শরীয়তপুর জাজিরা উপজেলার উত্তর কাজীকান্দি গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করতেন বলে জানিয়েছে পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ফরহাদ আলী জানান, জহিরুল চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা এসেছেন জানিয়ে গত ১৪ সেপ্টেম্বর হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তাকে কক্ষের সিলিং ফ্যানে বিছানার চাদরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেই রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কক্ষে একটি চিরকুটও পাওয়া যায়। সেখানে তার লাশটি মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা লেখা রয়েছে।

তিনি আরো জানান, সবকিছু পর্যালোচনা করে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তজুমদ্দিনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আনসারুল হক

সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নূর নিউজ

সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিক আটক

আনসারুল হক