যারা ইসরায়েলকে সাহায্য করছে তাদেরও বয়কট করুন: মুফতি তাকি উসমানি

পাকিস্তানের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার কড়া সমালোচনা করেছেন। তিনি বিশ্ববাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। এমনকি যেসব কোম্পানি ইসরায়েলকে কোনো না কোনোভাবে সহযোগিতা করছে তাদেরও বয়কটের ডাক দিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মুফতি তাকি উসমানি বলেন, ইসরায়েলি পণ্য বয়কট করুন, প্রতিবাদ করুন। তবে শান্তিপূর্ণ থাকুন।

মুফতি তাকি উসমানি বলেন, শুধু ইসরায়েলি পণ্য নয়, বরং যারা ইসরায়েলকে সাহায্য করছে—সেসব কোম্পানিরও বয়কট করা উচিত। বিখ্যাত এই মুসলিম স্কলার বলেন, ইসলাম হলো মধ্যপন্থার ধর্ম; এটি এমন কোনো ধর্ম নয় যেখানে আবেগে গিয়ে ভাঙচুর করা হয়। শরিয়তে কারো জান-মালের ক্ষতি করা হারাম। মুফতি তাকি উসমানি বলেন, বয়কট করুন, প্রতিবাদ করুন, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে করুন।

সূত্র: রোজনামায়ে জং

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানের সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট 

নূর নিউজ

ব্রাজিলের প্রথম মসজিদ যেভাবে তৈরি হয়

নূর নিউজ

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা

নূর নিউজ