যুক্তরাষ্ট্রকে আবারও বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমার সমস্ত সত্তাজুড়ে একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হব। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই। যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে এসব উতরে গেছি। ফলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই।

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে (ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১২টা) আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের এ নতুন প্রেসিডেন্ট।

অভিষেক ভাষণে বাইডেন আরও বলেন, ‘এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। ইতিহাস ও আশার একটি দিন। আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর ও এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, গণতন্ত্র সর্বত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েকদিন আগে ক্যাপিটলে তাণ্ডব হয়েছে যেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে।’

সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমেরিকার মাহাত্ম্যের জন্য একজোট থাকা জরুরি। চিৎকার করা বন্ধ করুন, উত্তেজনা কমান। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না। ঐক্যই সামনে অগ্রসর হওয়ায় পথ।’

এ জাতীয় আরো সংবাদ

শাহবাজ ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, অভিযোগ ইমরানের

নূর নিউজ

চীনে ফের করোনার প্রাদুর্ভাব, বিধিনিষেধের কথা ভাবছে আমেরিকা

নূর নিউজ

ফিলিস্তিনকে মর্যাদার আসনে বসালো কাতার

নূর নিউজ